Sunday, August 30, 2015



এ্যানিমেল প্ল্যানেট // সৌমিত্র বৈশ্য

ভিতরে অনেক জন্তু , -- তারা সব জেগে ওঠে গভীর নিশীথে
শুনি তাদের জান্তব চিৎকার , দীর্ণ হাহাকার
হায়েনার নীল চোখ জ্বলে থাকে মনের দেয়ালে
দলবদ্ধ হিংস্র চিতারা শুধু রক্তের লোনা স্বাদ পেতে চায়
শিথিল স্নায়ুর ভিতর সবুজ লাউ-ডগা সাপ,--
সে উদ্যত ফণা মেলে আছে , আর নড়ে ওঠে আগ্রাসী ময়াল

যুগান্ত-বাহিত এই আদিমতা,-- খাদ্য ও খাদক
সার্থক মানব জনম আর কি পাবনা কখনো